আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ট্রেন দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৬০ জন। বিহারের বক্সার জেলার রঘুনাথপুর স্টেশনের কাছে স্থানীয় সময় বুধবার রাত ৯টা ৩৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় লাইনচ্যুত হয় ৬টি বগি। ট্রেনটি দিল্লির আনন্দ বিহার টার্মিনাল থেকে অসমের কামাখ্যার দিকে যাচ্ছিল। শীততাপ নিয়ন্ত্রিত বগিগুলো লাইনের ওপরে উল্টে ৪ জনের মৃত্যু হয়। ট্রেন দুর্ঘটনার পরেই ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন, ইলেকট্রিক পোল, সিগনাল পোস্ট। বক্সারের জেলাশাসক অংশুল আগরওয়াল চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বলেন, ‘আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। লাইনচ্যুত বগিগুলোর মধ্যে কোন যাত্রী আটকে পড়েছে কিনা তার সন্ধান চলছে। ’ দুর্ঘটনার পরই দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং বক্সার ও ভোজপুর জেলার স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। দ্রুততার সঙ্গে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালানোর পাশাপাশি আহতদের চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন তেজস্বী।
Discussion about this post