ঢাকা: কোনো দল ভোট বর্জন করতে পারে কিন্তু ভোট প্রতিরোধ করার অধিকার তাদের নেই বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী। শমসের মবিন চৌধুরী জানিয়েছেন তৃণমূল বিএনপি ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব জানান মবিন। তিনি বলেন, কোনো দল ভোট বর্জন করতে পারে কিন্তু ভোট প্রতিরোধ করার অধিকার তাদের নেই। মবিন বলেন, সংবিধান মেনে এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যেতে চায় তৃণমূল বিএনপি। নির্বাচনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যেন সবার জন্য সমান হয় সেবিষয়েও লক্ষ্য রাখার আহবান জানান তৃণমূল বিএনপির চেয়ারম্যান। ইসি সচিব জানিয়েছেন, কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সাংবিধানিক ক্ষমতার শতভাগ প্রয়োগ করবে বলে তৃণমূল বিএনপিকে আশ্বস্ত করেছে।
Discussion about this post