আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রতি তাদের সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র একটি বিমান বহনকারী জাহাজ পাঠিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। অস্টিন জানান, মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, একটি মিসাইল ক্রুজার ও চারটি মিসাইল বিধ্বংসী যান ঐ অঞ্চলের দিকে যাচ্ছে। এদিকে হোয়াইট হাউজ জানিয়েছে, ইসরায়েলের শত্রুরা যেন এই পরিস্থিতি থেকে ফায়দা নিতে না পারে, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র কাজ করছে। সামনের দিনগুলোতে ইসরায়েলে আরও অস্ত্র সহায়তা পাঠানো হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনে হামাস আর ইসরায়েলের সেনাদের মধ্যে সংঘাত শুরু হওয়ার ৩৬ ঘণ্টারও বেশি সময় পার হলেও এখনও গাজা উপত্যকার নিকটবর্তী কিছু অঞ্চলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। ইসরায়েল জানিয়েছে এখন পর্যন্ত তাদের ৭০০ নাগরিক মারা গেছে, যার মধ্যে দক্ষিণ ইসরায়েলে একটি সঙ্গীত উৎসবেই মারা গেছে ২৫০ জনের বেশি। অন্যদিকে ফিলিস্তিনের দাবি, ইসরায়েলের পাল্টা হামলায় ৪১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
Discussion about this post