স্পোর্টস ডেস্ক: আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩ত আসর চলছে। আসরে অংশ নিয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। চলমান বিশ্বকাপ থেকে পাওয়া ম্যাচ ফির পুরোটা আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের দান করার ঘোষণা দিয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। শনিবার (৭ অক্টোবর) আফগানিস্তানে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। যার ফলে হাজার-হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেশের মানুষের এমন খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছেন রশিদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘আফগানিস্তানের পশ্চিম প্রদেশে (হেরাত, ফারাহ এবং বাডঘিস) ভূমিকম্পের করুণ পরিণতি সম্পর্কে জেনে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। ক্ষতিগ্রস্থ লোকদের সাহায্যার্থে বিশ্বকাপ থেকে পাওয়া আমার সব ম্যাচ ফি দান করবো। শীঘ্রই সাহায্য করতে পারবে এমন লোকদের নিয়ে আমরা তহবিল গঠন করবো।’ আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২ হাজার ৬০ জনে দাঁড়িয়েছে। আজ রবিবার তালেবান সরকারের মুখপাত্র মৃতের এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। দুই দশকের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প এটি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, শনিবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে। এই ভূমিকম্পের পর দেশটিতে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩, ৫ দশমিক ৯ ও ৪ দশমিক ৬ মাত্রার পাঁচটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে।
Discussion about this post