স্পোর্টস ডেস্ক: তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। দলের স্কোয়াডে রাখা হয়নি তামিমকে। শোনা যাচ্ছে, তামিম নিজের ফিটনেস নিয়ে সমস্যার কথা জানানোয় তাকে দলে রাখা হয়নি। তবে এ বিষয়ে অনুষ্ঠানিকভাবে তামিমের কাছ থেকে এখনো কিছু জানা যায়নি। তবে আজ বুধবার তামিম নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তামিম লিখেছেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটনার ব্যাপারে কিছু কথা বলবো। গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি, বাংলাদেশ দলের এবং আমার ভক্ত-সমর্থক সবারই পরিষ্কারভাবে সবকিছু জানার অধিকার আছে। ’
বিশ্বকাপের জন্য বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মাহেদী, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ।
Discussion about this post