কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: রাস্তায় গাছ ফেলে ঢাকার কেরানীগঞ্জে রোড ডাকাতি চক্রের ১৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি অটোরিকশা জব্দ করা হয়েছে।গ্রেফতার ব্যক্তিরা হলেন- স্বপন হাওলাদার (৩০), মাসুদ হাওলাদার (৪৮), রাকিব ওরফে রকিব সরদার (২৭), রিপন মৃধা (৩২), আকাশ (২৬), রুবেল সরদার (২৩), রাজন মিয়া(৩৫), ফারুক খান (২৬), সুমন ওরফে হেলাল বেপারী (২৭), মো. রেজাউল (৪০), রনি কাজী (৩০), টিপু হাওলাদার (৩২), মো. সোহেল (৩০), মো. মামুন সিকদার (৫০), রাজিব হোসেন (২৬) বলে জানা গেছে।রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, গ্রেফতার ব্যক্তিরা বিভিন্ন মহাসড়কের লিঙ্ক রোডে আকাশে ভারি মেঘ ও বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এমন সময গাড়ি থামিয়ে ডাকাতি করত। গত ১১ সেপ্টেম্বর, দুপুরে দিকে অটোচালক সুন্দর আলী উপজেলার আব্দুল্লাপুর স্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষা করতে থাকে। উক্ত সময় তার পরিচিত হাফেজ নুরুল ইসলাম চরগুলগুলিয়া যাওয়ার জন্য অটোরিক্সাতে উঠে। আব্দুল্লাপুর হতে চরগুলগুলিয়া যাওয়ার পথে বাহাদুর ভিটার সামনে পৌছাইলে দেখে যে রাস্তার উপর ধনচে (পাটখড়ি) দিয়ে বেরিকেট দেওয়া। রাস্তায় বেরিকেট দেওয়া দেখে অটোরিক্সাটি থামানোর সাথে সাথেই পিছন থেকে রামদা, ছেনদা, চাপাতি হাতে ৬ জন এবং সামনের দিক হতে রামদা হাতে ৪ জন এসে সুন্দর আলীসহ তার গাড়িতে থাকা নুরুল ইসলামকে গলায় রামদা ও ছেনদা ধরে রাস্তার উপর হতে রাস্তার নিচে নিয়ে বেধে ফেলে এলোপাথারী মারধর শুরু করে এবং সুন্দর আলীর সাথে থাকা নগদ ৫ হাজার ৫০০টাকা, একটি স্যামস্যাং মোবাইল ও হাফেজ নুরুলের কাছে থাকা নগদ ২৫ হাজার টাকা এবং একটি মোবাইল নিয়ে নেয়। ডাকাতদল নগদ টাকা ও তাদের ব্যবহৃত মোবাইল ফোন নেওয়ার পর তাদেরকে হাত, পা, মুখ বাঁধা অবস্থায় চকের মধ্যে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে চলে যায়। এরপর আশেপাশের লোকজন হাত-পা বাধা অবস্থায় দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে। পরবর্তীতে তারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এসে (মামলা নং- ৫১, তারিখ- ১২/০৯/২০২৩ খ্রিঃ ধারা- ৩৯৫/৩৯৭/৩৮৫) পেনাল কোড একটি ডাকাতির মামলা দায়ের করেন। তিনি আরও জানান, মামলার প্রেক্ষিতে একটি চৌকস তদন্তদল ঘটনাস্থলের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সংঘবদ্ধ এই ডাকাতচক্রকে শনাক্ত করে আটিবাজার, জিনজিরা এবং মোহাম্মদপুর, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, লালবাগসহ বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।
Discussion about this post