ঢাকা: এভারকেয়ার হাসপাতালের সিসিইউ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিনে আনা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় চিকিৎসকরা তার স্বাস্থ্য পর্যবেক্ষণ করে কেবিনে রাখার সিদ্ধান্ত দেন। এর আগে গত মধ্যরাতে শারীরিক পরিস্থিতি অবনতির কারণে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে সিসিইউতে নেওয়া হয়েছিল। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটায় গতরাত সাড়ে ১১টায় জরুরি বৈঠকে বসে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। গত এক সপ্তাহে বিএনপির পক্ষ থেকে একাধিকবার দাবি করা হয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়, তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন। তারা জানান, এই মুহূর্তে খালেদার উন্নত চিকিৎসার প্রয়োজন। আর উন্নত চিকিৎসা পেতে ও তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে- একাধিকবার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির নেতারা।
Discussion about this post