ডেস্ক রিপোর্ট: প্যান্টের পকেটে বিকট শব্দে বিস্ফোরিত হলো চীনের স্মার্টফোন ওয়ান প্লাসের একটি মডেল। দুর্ঘনাটি ঘটেছে ভারতে। সুহিত শর্মা নামের এক তরুণ অভিযোগ করেছেন প্যান্টের পকেটে থাকাকালে তার ওয়ান প্লাস নর্ড ২ মডেলের স্মার্টফোন বিস্ফোরিত হয়েছে। পুরো ঘটনার ছবি পোস্ট করে গত ৩ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন সুহিত শর্মা। ছবিগুলোতে স্পষ্টতই বোঝা যাচ্ছে, কীভাবে স্মার্টফোনটি বিস্ফোরণে প্রায় সম্পূর্ণ ঝলসে গিয়েছে। পকেটে ফোন বিস্ফোরিত হওয়ায় ভিতরটি সেটি ফাটায় গুরুতর আহতও হন তিনি। তার ডান পায়ের উরুর অনেকটা অংশের চামড়া পুড়ে উঠে গিয়েছে। স্বাভাবিক ভাবেই এত টাকা দিয়ে ফোন কিনে এমন ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ তিনি। ক্ষোভ প্রকাশ করে টুইটারে লিখেছেন, ‘ইউজারদের সঙ্গে এভাবে খেলা করা বন্ধ করুন। এর ফল আপনাদেরও ভোগ করতে হবে। ভাবতেও পারিনি ওয়ান প্লাসের ফোন কিনে এই হাল হবে।’ এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছে ওয়ান প্লাস। তাদের পক্ষ জানানো হয়, ‘আমাদের কাছে ক্রেতারাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই তার সঙ্গে যা হয়েছে, তা খুবই দুঃখজনক। আমরা সুহিতের সঙ্গে যোগাযোগ করেছি। দ্রুত বিষয়টি সমাধান করা হবে। আর ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সেই চেষ্টাই আমরা করব।’ এর আগেও পৃথিবীর বিভিন্ন দেশে ওয়ান প্লাস ফোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফলে ফোনটির উৎপাদন মান নিয়ে প্রশ্ন উঠেছে।
Discussion about this post