বিনোদন ডেস্ক: আবার মোবাইল ফোনে হত্যার হুমকি পেয়েছেন হিরো আলম। এ বিষয়ে অভিযোগ জানাতে বুধবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যান তিনি। বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এসে হিরো আলম সাংবাদিকদের জানান, তিনি ডিবি প্রধান হারুন অর রশিদের সঙ্গে দেখা করতে এসেছেন। হিরো আলম অভিযোগ করেন, গত সোমবার আবারও মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয় আমাকে। সঙ্গে ৭ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তবে এ বিষয়ে হাতিরঝিল থানায় বার বার অভিযোগ করা হলেও কোনো সমাধান না পেয়ে ডিবি প্রধানের কাছে এসেছি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে হিরো আলম জানান, কোনো রাজনৈতিক দলে যোগ দেননি তিনি।
Discussion about this post