ঢাকা: ২ দিনের সফরে (১১ সেপ্টেম্বর0 সোমবার ঢাকায় আসছেন যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) সংক্রান্ত পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন । স্যার ফিলিপের মূল ফোকাস হবে পঞ্চম যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপ। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এ সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপে রোহিঙ্গা সংকটসহ বৈশ্বিক, আঞ্চলিক ও নিরাপত্তা ইস্যু স্থান পাবে। ব্রিটিশ হাইকমিশন গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে গড়ে ওঠা ঐতিহাসিক সম্পর্কের প্রেক্ষাপটে কৌশলগত সংলাপ আয়োজন একটি আধুনিক অর্থনৈতিক, বাণিজ্য ও নিরাপত্তা অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে দুই দেশের অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত করে। সংলাপে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক, বাণিজ্য ও উন্নয়ন অংশীদারিত্ব এবং রোহিঙ্গা সংকটসহ বৈশ্বিক, আঞ্চলিক ও নিরাপত্তা ইস্যু স্থান পাবে। এ সংলাপ অনুষ্ঠান দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা জোরদার, কপ-২৮ সংক্রান্ত সহযোগিতা এবং জলবায়ু অর্থায়ন, জলবায়ু প্রভাবের জন্য অভিযোজন ও সহনশীলতা সংক্রান্ত যৌথ কাজ এবং যুক্তরাজ্যের টেকসই অর্থনৈতিক উন্নয়ন বিনিয়োগ প্রস্তাব তুলে ধরার সুযোগ দিবে। ব্রিটিশ হাইকমিশন জানায়, ঢাকায় অবস্থানকালে স্থায়ী আন্ডার সেক্রেটারি রাজনীতিবিদ, সুশীল সমাজ সংগঠন, ব্যবসায়ী নেতা এবং তরুণ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
Discussion about this post