বিনোদন ডেস্ক: শাহরুখ খানের ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’ নিয়ে ক্রেজ সহজে থামবে বলে মনে হচ্ছে না। শনিবারের মতো রবিবারেও ‘জওয়ান’ ঝড় বজায় থাকল ভারত জুড়ে। শুধু মল্টিপ্লেক্সগুলোতে নয়, সিঙ্গেল স্ক্রিনেও থিকথিকে ভিড়। দিল্লি-মুম্বাইয়ের মতো কলকাতার দর্শকও পাগল শাহরুখকে নিয়ে। রিপোর্ট বলছে, রবিবার ‘জওয়ান’ রেকর্ড ৮১ কোটির ব্যবসা করেছে।
‘জওয়ান’-এর বক্স অফিস রিপোর্ট: শাহরুখ খানের এই অ্যাকশন থ্রিলার মুক্তি পায় ৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। শুরুতেই ভেঙে দেয় কিং খানের সাম্প্রতিক ব্লকবাস্টার ‘পাঠান’-এর রেকর্ড। বলিউডে সব থেকে বড় ওপেনিং দিয়েছিল এর আগে ‘পাঠান’ই। যা ছিল ৫৭ কোটি। সেখানে ‘জওয়ান’ দেয় ৭৫ কোটির ওপেনিং। যার মধ্যে শুধু হিন্দির আয়ই ৬৫.৫ কোটি। এখানেই শেষ নয়, মাত্র তিন দিনে ভারতের বাজারে ২০৬ কোটি রুপি আয় করে ফেলে ‘জওয়ান’। যা এর আগে কোনো বলিউড সিনেমার ক্ষেত্রে হয়নি। বৃহস্পতি, শুক্র আর শনি মিলিয়ে ‘জওয়ান’-এর আয় ছিল ৭৫ কোটি, ৫৩.২৩ কোটি, ৭৭.৮৩ কোটি। অর্থাৎ মোট ২০৬.০৬ কোটি। যার মধ্যে হিন্দির আয় ১৮০.৪৫ কোটি। তামিলে ১৪.৭১ কোটি তেলুগুতে ১০.৯ কোটি। রবিবার ‘জওয়ান’-এর আয় হয়েছে সবচেয়ে বেশি। ৮১ কোটি রুপি। যে সংখ্যা অবিশ্বাস্য। বলিউডের ইতিহাসে সর্বোচ্চ একদিনের আয়। প্রাথমিক রিপোর্ট বলছে, এর মধ্যে ৭২ কোটি এসেছে শুধু হিন্দি ভার্সন থেকেই। রবিবারের আয়ের ভিত্তিতে ভারতের বাজার থেকে ‘জওয়ান’ ঘরে তুলল চার দিনে ২৮৭.০৬ কোটি রুপি। ‘জওয়ান’-এ প্রথমবার দ্বৈত চরিত্রে দেখা গেছে শাহরুখ খানকে। তাও আবার বাবা-ছেলে। একাধিক সামাজিক এবং রাজনৈতিক সমস্যা তুলে ধরেছে এই সিনেমা। যা আরও বেশি করে মন জয় করে নিয়েছে দর্শকদের। এর আগে বছরের শুরুতে শাহরুখের ‘পাঠান’ বিশ্বব্যপী ১০০০ কোটি রুপির বেশি ব্যবসা করে সর্বোচ্চ আয় করা বলিউড সিনেমার তালিকায় রয়েছে এক নম্বরে। তবে কিং খানের ভক্তদের বিশ্বাস, লড়াই হবে শাহরুখ বনাম শাহরুখে। নিজের রেকর্ড নিজেই ভেঙে দেবেন কিং খান এবার জওয়ান দিয়ে। দক্ষিণের খ্যাতনামা পরিচালক অ্যাটলি সামলেছেন ‘জওয়ান’ পরিচালনার দায়িত্ব। শাহরুখের নায়িকা হিসেবে দেখা গেছে নয়নতারাকে। রয়েছেন বিজয় সেতুপতি ভিলেনের চরিত্রে। সঙ্গে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার এবং রিদ্ধি ডোগরা। বিশেষ চরিত্রে দেখা মিলেছে বলিউড কুইন দীপিকা পাড়ুকোনেরও। তবে শাহরুখ ম্যাজিক ‘জওয়ান’ দিয়েই শেষ হচ্ছে না। দিওয়ালিতে সালমান খানের ‘টাইগার ৩’-তে ক্যামিও করবেন ‘পাঠান’ শাহরুখ। এছাড়া এখনো কথা আছে ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানির পরিচালনায় শাহরুখ খানের ‘ডাঙ্কি’। যদিও অনেকেরই অনুমান, এই সিনেমা পিছিয়ে ২০২৪ সালে মুক্তি দেবেন নির্মাতারা।
Discussion about this post