আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব বাজারে ফের অশোধিত তেলের দাম নিয়ে চিন্তা শুরু হয়েছে। গত সপ্তাহেই রাশিয়া ও সৌদিতে অপরিশোধিত তেলের উৎপাদন কম করার সিদ্ধান্ত হতেই বেড়েছে ক্রুড অয়েলের দাম। প্রায় এক মাসের ব্যবধানে অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি অনেকটা বেড়েছে। গত সপ্তাহে অশোধিত তেলের দাম ০.৭৩ ডলার বেড়ে ৯০.৬৫ ডলার হয়েছে। এদিকে, শেষ তিন মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২৫ শতাংশ বেড়েছে। জুন মাসে যেখানে অশোধিত তেলের দাম ছিল ৭২ ডলার, তা এখন বেড়ে হয়েছে ৯০ ডলার। ২০২২ সালের নভেম্বরে অপরিশোধিত তেলের দাম ৯০ ডলার পেরিয়েছিল। অর্থাৎ ফের ১০ মাস পরে আবারও ৯০ ডলার ছুঁলো কাঁচা জ্বালানির দাম। অপরদিকে, এই নিয়ে ৫২২তম দিন যখন পেট্রল ও ডিজেলের দামে কোনো পরিবর্তন হয়নি। সরকারি তেল বিপণন সংস্থাগুলো (সরকারি ওএমসি) আজ রবিবারও (১০ সেপ্টেম্বর) পেট্রল ও ডিজেলের দামে কোনো বদল আনেনি। ভারতে জ্বালানির দাম শেষ পরিবর্তন করা হয়েছে ২০২২ সালের মে মাসে। আজ রবিবার দেশটির বেশিরভাগ শহরেই জ্বালানির দাম রয়েছে অপরিবর্তিত। কলকাতায় গত ১৫ মাসের বেশি সময় জ্বালানির দাম রয়েছে স্থির। দেখে নেওয়া যাক আজ কোনো মেট্রো শহরে জ্বালানির দাম কত। কলকাতায় তিলোত্তমা নগরীতেও জ্বালানির দাম রয়েছে কিন্তু চড়া। কলকাতা শহরে পেট্রলের দাম রয়েছে ১০৬.০৩ টাকা এবং ডিজেলের প্রতি লিটারের দাম রয়েছে ৯২.৭৬ টাকা। নয়া দিল্লিতে জ্বালানির দাম রয়েছে চড়া। দিল্লিতে পেট্রলের প্রতি লিটারের দাম রয়েছে ৯৬.৭২ টাকা এবং ডিজেলের দাম রয়েছে ৮৯.৬২ টাকা প্রতি লিটার। বাণিজ্য নগরী মুম্বাইতেও জ্বালানির দাম রয়েছে চড়া। মেট্রো শহরের মধ্যে মুম্বাইতেই পেট্রলের দাম সবচেয়ে বেশি। মুম্বাইতে প্রতি লিটারের দাম রয়েছে ১০৬.৩১ টাকা এবং ডিজেল প্রতি লিটারে বিকোচ্ছে ৯৪.২৭ টাকায়। চেন্নাইয়েও কিন্তু জ্বালানির দাম চড়া। চেন্নাইতে পেট্রলের প্রতি লিটারের দাম রয়েছে ১০২.৬৩ টাকা এবং ডিজেলের প্রতি লিটারের দাম রয়েছে ৯৪.২৪ টাকা।
Discussion about this post