বিনোদন ডেস্ক: প্রথম দিনেই ১৫০ কোটি টাকা আয় শাহরুখ খানের জওয়ান সিনেমার। যা আগে কখনও হয়নি। একটা সময় গেছে, শাহরুখের ক্যারিয়ারে পর পর ফ্লপ। অনেকে তাকে অভিনয় ছাড়ার উপদেশও দিয়েছিলেন। চার বছরের বিরতির পর একেবারে নতুন অবতারে। রোম্যান্টিক নায়কের আবরণ ছেড়ে ভরসা রাখলেন অ্যাকশনে। ফল মিলল হাতেনাতে। এ বছরের জানুয়ারি মাসে মুক্তি পায় ‘পাঠান’। বিশ্ব জুড়ে বাণিজ্য সফল এই সিনেমা। তার ঠিক নয় মাসের মাথায় জওয়ান হয়ে এলেন অভিনেতা। আর তাতেই প্রায় অতীতের সব নজির ভেঙে দিল এই সিনেমা। ৭ সেপ্টেম্বর জওয়ান মুক্তির দিন মধ্যরাত থেকেই প্রেক্ষাগৃহের বাইরে ভিড় জমিয়েছেন শাহরুখ অনুরাগীরা। অনুরাগীদের উত্তেজনার সঙ্গে পাল্লা দিয়েছেন শাহরুখ নিজেও। জওয়ান মুক্তির উত্তেজনায় রাতভর ঘুমোতে পারেননি অনুরাগীরা। তাদের সঙ্গ দিতে রাত জেগেছেন বাদশাও। অবশেষে সফল হয়েছে তার রাত জাগা। সর্বোচ্চ আয়কারী ছবি হিসেবে নজির গড়েছিল পাঠান। প্রথম দিনে ১০০ কোটি আয় করে নজির গড়ে এই ছবি। এবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ। জানা যাচ্ছে, জওয়ান ৭৫ কোটি আয় করেছে গোটা দেশ জুড়ে। যার মধ্যে ৬৫ কোটি হিন্দিতে। আর বাকি ৫ কোটি তামিল ও ৫ কোটি তেলুগুতে। সিনেমা-বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ জানান, এই ছবি ভারতের বাইরে অস্ট্রেলিয়ায় আয় করেছে ২.১১ কোটি। জার্মানিতে এই ছবির আয় ১.৩০ কোটি। নিউজিল্যান্ডে ৩৯.১৪ লাখ। ইংল্যান্ডে ২.১৩ কোটি। এই ধরনের পরিসংখ্যান এর আগে অন্য কোনও ছবির ক্ষেত্রেই দেখা যায়নি বলেই মত সিনেমা বিশেষজ্ঞদের।
Discussion about this post