বিনোদন ডেস্ক: ইরানি শর্ট ফিল্ম ‘লেফট হ্যান্ডেড’ যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়ায় দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবে। স্বল্পদৈর্ঘ্যটি যুক্তরাজ্যের ২০২৩ পোর্টোবেলো ফিল্ম ফেস্টিভ্যাল এবং দক্ষিণ কোরিয়ার সিউল ইন্টারন্যাশনাল এক্সট্রিম-শর্ট ইমেজ অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যালে দেখানোর কথা রয়েছে। উৎসবটি ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ‘লেফট হ্যান্ডেড’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নাসরিন মোহাম্মদপুর এবং প্রযোজনা করেছেন ফারিবা আরব চুজেন ইমেজ কোম্পানিতে। সাত দিন ধরে উত্তর-পূর্ব ইরানের মাশহাদে ছবিটির চিত্রায়ণের কাজ সম্পন্ন হয়েছে। মোহাম্মদপুর পরিচালিত অন্যান্য ছবির মতো ‘লেফট হ্যান্ডেড’ চলচ্চিত্রেও নারী ও সমাজ নিয়ে গল্প তুলে ধরা হয়েছে। চিত্রনাট্যটি ইতিমধ্যে ঘরোয়া উৎসবে দুটি পুরস্কার জিতেছে। ইয়াসমান নাসিরি, রোহাম আসাদি, সোহেল রেজাই, লীলা দালির, রেজা মুসাজাদেহ গোলেস্তানি, আলী জাভান, এবং নাসের শোজাইফার শর্টফিল্মটিতে অভিনয় করেছেন।
Discussion about this post