স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ৫০ ওভারে ভারতকে ২৩১ রানের লক্ষ্য দিয়েছিলো নেপাল। কিন্তু বৃষ্টি আইনে ২৩ ওভারে ১৪৫ রানের টার্গেট পায় ভারত। রান তাড়া করতে নেমে ১০ উইকেটের জয় নিয়ে সুপার ফোর নিশ্চিত করলেন রোহিত -কেহলিরা। প্রতিপক্ষ হিসেবে সহজ লক্ষ্যই পায় ভারত। ব্যাটিংয়ে নেমে কোনো চাপই নেননি দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ২০.১ ওভারে দুজন মিলে গড়েন ১৪৭ রানের জুটি। তাতেই জয় নিশ্চিত হয় ভারতের। এই দুই ব্যাটারই অর্ধশতকের দেখা পেয়েছেন। ৫৯ বলে ৭৪ রানে রোহিত ও ৬২ বলে ৬৭ রানে গিল অপরাজিত থাকেন। রোহিত ম্যাচসেরা নির্বাচিত হন। এশিয়া কাপের গ্রুপপর্বের নিজেদের শেষ ম্যাচের টস হেরে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৩০ রানে থামল নেপাল। ফলে জিততে হলে ভারতকে তুলতে হবে ২৩১ রান। কিছুক্ষণের মধেই ব্যাটিংয়ে নামবে ভারত। পাল্লেকেলেতে ম্যাচের শুরুতে টস জিতে নেপালকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতীয় দলনেতা রোহিত শর্মা। ব্যাটিংয়ে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন নেপালের দুই ওপেনার কুশাল বুর্টাল ও আসিফ শেখ। ৯.৫ ওভারে ওপেনিং জুটিতে দুজন মিলে তুলেন ৬৫ রান। ২৫ বলে ৩৮ রান করেন ফেরেন বুর্টাল। দ্বিতীয় উইকেটে নেমে সুবিথা করতে পারেননি বিম সারকি। আউট হওয়ার আগে করেন মাত্র ৭ রান। এরপর আসা-যাওয়ার মিছিলে দলনেতা রোহিত পোদ্দাল ৫ ও কুশল মাল্লা ২ রান করেন। এদিকে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন ওপেনার আসিফ শেখ। আউট হওয়ার পূর্বে করেন ৫৮ রান। গুলশান ঝা আউট হয়েছেন ২৩ রানে। সপ্তম উইকেট জুটিতে ডিপেন্দ্র সিং আইরি ও সোমপাল কামি মিলে গড়েন ৫০ রানের জুটি। তাতেই দুইশোর ঘর ছাড়িয়ে যায় নেপাল। ২৫ বলে ২৯ রান করেন আইরি। এদিকে ফিফটির পথে থাকা সোমপাল থামেন ব্যক্তিগত ৪৮ রানে। এছাড়া লামিচানে ৯ ও রাজবংশী শূন্যরানে আউট হন। আর ২ রানে অপরাজিত থাকেন কারেন সিং। ভারতের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও রবিন্দ্রো জাদেজা। আর একটি করে উইকেট নেন শার্দুল।
Discussion about this post