স্পোর্টস ডেস্ক: এবার যেন গুঞ্জনই সত্যি হলো। ইতালি জাতীয় ফুটবল দলের প্রধান কোচের চাকরি ছেড়ে সৌদির জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন রবার্তো মানচিনি। ২০২৭ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন ৫৮ বছর বয়সী এই ইতালিয়ান কোচ। চার বছরের চুক্তিতে বছরে কর ছাড়াই আড়াই কোটি ইউরো বেতন দেওয়া হবে তাকে। আজ সংবাদ সম্মেলনে সৌদি আরবের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে তাকে পরিচয় করিয়ে দেওয়া হবে। সৌদি আরবের দায়িত্ব নেওয়ার পর মানচিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এটি আমার জন্য একটি দুর্দান্ত সুযোগ। একটি নতুন দেশে ফুটবল কোচের অভিজ্ঞতা হবে আমার। বিশেষ করে, এশিয়ায় ফুটবলের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সৌদি প্রো লিগে খেলা শীর্ষ পর্যায়ের ফুটবলাররা সৌদি আরবের খেলোয়াড়দের অনেক সাহায্য করবে।’ ২০১৮ সাল থেকেই বাজে সময় পার করছিল ইতালির ফুটবল। সেই সময়ে দলটির দায়িত্ব নেন মানচিনি। পরে দলটিকে ২০২০ সালে ইউরোর শিরোপা জেতান তিনি। কাতার বিশ্বকাপ বাছাইপর্বও পার হতে পারেনি দলটি। এরপরও ইতালির দায়িত্বে ছিলেন মানচিনি। তবে আচমকাই গত ১৩ আগস্ট ইতালির কোচ থেকে পদত্যাগ করেন তিনি। সৌদির কোচ হিসেবে তার প্রথম পরীক্ষা হবে কোস্টারিকা। আগামী ৮ সেপ্টেম্বর নিউক্যাসলের মাঠ সেইন্ট জেমস পার্কে কোস্টারিকার বিপক্ষে নামবে মানচিনির শিষ্যরা। এর আগে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল সৌদি। তবে গ্রুপ পর্ব থেকেই শেষ হয়ে যায় তাদের বিশ্বমঞ্চের মিশন। এবার মানচিনির মাধ্যমে ফুটবলে আমূল পরিবর্তন আনতে যাচ্ছে সৌদি আরব।
Discussion about this post