জবি প্রতিনিধি: ২০২২-২৩ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ৩ সেপ্টেবর থেকে। বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রকৌশলী মো ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১০ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। নির্ধারিত দিনে শিক্ষার্থীদের যথাসময়ে নিজ নিজ ইন্সটিটিউটে উপস্থিত থাকাতে হবে। এছাড়াও ক্লাসের সময়সূচি ইন্সটিটিউট ও বিভাগসমূহকে শিক্ষার্থীদেরকে জানিয়ে দিতে বলা হয়েছে। পাশাপাশি ক্লাস শুরু করার প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে বলা হয়েছে।
Discussion about this post