ঢাকা: চলমান দ্রব্যমূল্যের অস্থিতিশীল পরিবেশে বুধবার (৩ নভেম্বর) থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যপণ্য বিক্রির কার্যক্রম শুরু করছে।মঙ্গলবার (২ নভেম্বর) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির সংবাদমাধ্যমকে জানান, নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্য স্থিতিশীল রাখতে সাধারণ আয়ের জনগণের সহায়তার জন্য দেশের মহানগর, জেলা ও উপজেলায় চারশ’ থেকে সাড়ে চারশ’ ভ্রাম্যমাণ ট্রাকে এই বিক্রি কার্যক্রম চলবে। টিসিবি জানায়, একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা লিটার দরে ২ লিটার বোতলজাত সয়াবিন তেল ও ৩০ টাকা কেজি দরে আড়াই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।
Discussion about this post