চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে মাছ বোঝাই চলন্ত ট্রাকের ধাক্কায় ইজিবাইক আরোহী ২ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬ শ্রমিক। ট্রাক-ইজিবাইক মুখোমুখী ধাক্কার ঘটনাটি ঘটে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে। হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক কামরুল হাসান জানান, আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে ৮ জন শ্রমিক কাজের জন্য ইজিবাইক চেপে পার্শ্ববর্তী মেহেরপুর জেলাধীন গাংনী উপজেলার ঝোড়পাড়া গ্রামে যাচ্ছিল। এ সময় হাটবোয়ালিয়া বাজারে সোনালী ব্যাংকের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মাছবোঝাই চলন্ত ট্রাক (যশোর-ট-১১-৩৭১০) যশোরের উদ্দেশ্য যাওয়ার মুহুর্তে ওই ট্রাক চালক,শ্রমিকবাহী ইজিবাইকটিকে মুখোমুখী ধাক্কা দেয়। সে সময় ইজিবাইকে থাকা ৮ জন শ্রমিকই আহত হন। স্থানীয় লোকজন ও হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা আহতদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের শিবপুর গ্রামের আতিয়ারের ছেলে সাজিবুল (৫২) ও একই গ্রামের শখা মোল্লার ছেলে খাইরুলকে (৪০) মৃত ঘোষনা করেন। মৃত দুজনের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। সেই সঙ্গে আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ট্রাক চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। তবে ট্রাক ও ইজিবাইকটি হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প হেফাজতে রয়েছে।
Discussion about this post