আবারও গীতিকবি সাইফুল বারী’র গীতিকথায় গাইলেন ফোক গানের কণ্ঠশিল্পী হাফিজ বাউলা। গানের শিরোনাম ‘পিরিতের ভাও’। গানটির সুর ও সংগীতায়োজন করছেন হাফিজ বাউলা নিজেই। গানটি সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সুর বাংলা ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হবে বলে জানা গেছে।
গান প্রসঙ্গে হাফিজ বাউল বলেন, সাইফুল বারী ভাইয়ের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। কথা গুলো দারুণ লিখেছেন তিনি। আশা করি সবার ভালো লাগবে।
সাইফুল বারী জানান, গানটি ফোক গান প্রিয় মানুষের মনে ধরার মতো। এটি আমারও ভীষণ প্রিয়। সব মিলিয়ে দর্শক শ্রোতাদের ভালো লাগবে বলে বিশ্বাস করি।
উল্লেখ্য, এর আগে সাইফুল বারী’র কথায় ‘অসুখ দিল বুকে’ শিরোনামে একটি গান গেয়েছিলেন হাফিজ বাউলা। গানটি বেশ দর্শক প্রিয়তা পেয়েছিল।
Discussion about this post