বিনোদন ডেস্ক: চোখের অপারেশন করালেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তার বাঁ চোখে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর এখন সুস্থ আছেন এই অভিনেত্রী। বিষয়টি জানিয়ে ফারিয়ার মা ফেরদৌসি বেগম গণমাধ্যমকে বলেন, ‘বেশ কিছুদিন ধরেই তার বাঁ চোখে সমস্যা হচ্ছিল। আজ সন্ধ্যার পরপরই বনানীর একটি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে।’ তিনি আরও বলেন, ‘চোখের সমস্যার কারণে কিছুদিন ধরে ও কাজ বন্ধ রেখেছে। যদিও চোখের এই সমস্যা খুব জটিল কিছু নয়। তারপরও চোখ একটা সংবেদনশীল জায়গা। এ কারণে দ্রুতই অস্ত্রোপচার করানো হয়েছে। ঘণ্টা দেড়েকের অস্ত্রোপচার সফল হয়েছে। সে পুরোপুরি সুস্থ আছে এখন।’ চিকিৎসকের বরাত দিয়ে ফারিয়ার পরিবার থেকে জানানো হয়, পুরোপুরি সুস্থ হতে সপ্তাহখানেক লাগবে। এরপর শুটিংয়ে ফিরবেন তিনি। এদিকে রবিবার রাতে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে চোখে ব্যান্ডেজ বাঁধা একটি ছবি প্রকাশ করেন ফারিয়া। ছবির ক্যাপশনে লিখেছেন, সেরে ওঠা না পর্যন্ত বিরতি। সম্প্রতি ‘সুড়ঙ্গ’ সিনেমার আইটেম গানে নেচে বেশ প্রশংসা কুড়িয়েছেন নুসরাত ফারিয়া।
Discussion about this post