স্টাফ রিপোর্টার(রংপুর): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির এক দফা খাদে পড়ে গেছে। তাদের কোমর বেঁকে গেছে, আর দাঁড়াতে পারবে না। বুধবার (২ আগস্ট) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ পালাবে না। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা বাংলাদেশের জনগণের ক্ষমতা। আমরা পালাবো না।’ তিনি বলেন, ‘এত উন্নয়ন হয়েছে আর কী উন্নয়ন চান? যার নেতৃত্বে বাংলাদেশের মানুষ গঙ্গার পানি পেয়েছে তার নেতৃত্বে তিস্তা নদীর পানির ভাগ পাবো।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খেলা হবে। ডিসেম্বরে খেলা হবে। পারবে না। বিএনপির একদফা খাদে পড়ে গেছে। বিএনপির কোমর ভেঙে গেছে। খাদে পড়া দলের দফা বাস্তবায়ন হবে না।’ তিনি আরো বলেন, ‘১৯৭৫ সালের পর বাংলাদেশের সবচেয়ে অর্জন শেখ হাসিনা। আর গত ১৫ বছরে এই জাতি যা অর্জন করেছে, তার সবই শেখ হাসিনা দিয়েছেন। এই অর্জনকে কোনোভাবেই নষ্ট করতে দেওয়া যাবে না। সারা বিশ্বের জন্য তিনি একমাত্র আমাদের বড় অর্জন।’ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতি ও সরকারপ্রধান শেখ হাসিনা। হেলিকপ্টার যোগে রংপুরের বিভাগীয় সমাবেশে পৌঁছান তিনি। রংপুর সফরে এসে ১ হাজার ২৪০ কোটি টাকার ২৭ প্রকল্পের উদ্বোধন এবং নতুন করে আরও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Discussion about this post