বিনোদন ডেস্ক: প্রথমবার একসঙ্গে কাজ। পর্দায় এক ফ্রেমে দুজনে। বাবা আর মেয়ে। সাইফ আলি খান এবং সারা আলি খান। সারা হলেন পুলিশের ভূমিকায়, আর সাইফ আসামি। দুজনে মিলে শুটিং করলেন একটি বিজ্ঞাপনের। ওই দৃশ্য দেখে অনুরাগীদর আবদার, এমন দৃশ্য আরও বেশিক্ষণের জন্য দেখতে মন চাচ্ছে। মানে, এবার সিনেমায় এই জুটিকে দেখতে পেলে ভালো হয়। সম্প্রতি সাইফ এবং সারা একটি অ্যাপের বিজ্ঞাপনে অভিনয় করেছেন। সেখানে দেখা যাচ্ছে, সাইফ অন্য একজনের সঙ্গে গাড়ির বিমা নিয়ে কথা বলছেন। তার পরনে সংরক্ষণাগারের আসামির পোশাক। হঠাৎই সেখানে হাজির হন ‘পুলিশ’ সারা। এসে বলেন, নির্দিষ্ট অ্যাপে তুলনা না করে যে কোনো বিমা করানো উচিত নয়। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল। সারা লিখেছেন, ‘আমি তো বাবাকে গাড়ির বিমা নেয়ার নতুন কায়দা শিখিয়ে দিলাম। কারণ কেউ তার বাবাকে নতুন কিছু শেখানোর জন্য কখনো খুব ছোট্টটি হন না।’ বিজ্ঞাপনটি দেখে অনুরাগীদের খুশির সীমা নেই। কেউ কেউ বলেছেন, এই বিজ্ঞাপনের শুটিং চলাকালীন ক্যামেরার আড়ালে বাপ-মেয়ের মধ্যে কেমন কথা হচ্ছিল, সেটা জানতে চান। কেউ আবার আবদার করেছেন, এই ছোট বিজ্ঞাপন দেখে মন ভরলো না। বাবা-মেয়েকে একসঙ্গে কোনো সিনেমায় দেখতে চান। সব মিলিয়ে ভক্তদের দারুণ আনন্দ দিয়েছেন বাবা-মেয়ের জুটি।
Discussion about this post