ঢাকা: রাজধানীর গুলশান-২ নম্বরের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আটটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।বুধবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাফি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা বেলা ১১টা ৩৫ মিনিটে আগুনের খবর পাই। পরে ঘটনাস্থলে আমাদের ৮টি ইউনিট যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি। এছাড়া কেউ হতাহত হওয়ার খবর আমাদের কাছে আসেনি।এর আগে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে মো. রাফি বলেছিলেন, গুলশান-২ এর ১০৩ নম্বরের ৩৮ নম্বর ছয়তলা ভবনের নিচ তলায় আগুন লাগে। আগুনের প্রাথমিক কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভাতে কাজ করছেন।
Discussion about this post