ঢাকা: রাজধানীতে চলন্ত বাসের মধ্যে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী। অচেতন করে তার মানিব্যাগ হাতিয়ে নিয়েছে চক্রটি।সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড থেকে তাকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্টোমাক ওয়াশ করানো হয়েছে।ভুক্তভোগীর ছেলে রিফাত ইসলাম জানায়, তাদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। পরিবার নিয়ে শনির-আখড়া নতুন এ কে হাইস্কুল রোডের একটি বাসায় ভাড়া থাকেন। তার বাবা শফিকুল আগে একটি কোম্পানিতে চাকরি করতেন। সম্প্রতি চাকরি ছেড়ে এলাকাতে নিজেই মেলামাইনের একটি দোকান চালু করছেন।রিফাত আরও জানায়, তার বাবা কাজের জন্য সকাল বেলা বাসা থেকে বের হয়েছিলেন। সন্ধ্যায় বাহাদুর শাহ নামে মিনিবাসের স্টাফরা ফোন দিয়ে তাদের জানায়, তিনি সদরঘাট থেকে ওই বাসে উঠেছিলেন। বাসে উঠে আরেক ব্যক্তির সাথে খুব হাসাহাসি করে ডাবের পানি খাচ্ছিলেন। কিছুক্ষণ পরে তাকে অচেতন অবস্থায় দেখা গেলেও অপর ব্যক্তিকে আর দেখা যায়নি।এরপর বাসের স্টাফরা শফিকুল ইসলামকে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে নামিয়ে রেখে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।স্বজনরা জানায়, তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি পাওয়া গেলেও মানিব্যাগটি পাওয়া যায়নি। মানিব্যাগে কত টাকা ছিলো তাও জানা যায়নি।ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তার পাকস্থলী পরিষ্কার করার পর মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগে পাঠিয়ে দেওয়া হয়।
Discussion about this post