ভোলা প্রতিনিধি: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য,সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। দুর্যোগের খবর পেয়ে সবাইকে নিরাপদে থাকার কথা বলতে এসেছি। তাদের পাশে দাড়াতে এসেছি। কিন্তু বিএনপির একটা রাজনৈতিক দল মানুষের দুর্দিনে পাশে দাড়ায় না। তাদের একটাই স্ট্যান্ডবাজি আছে ,তারা বক্তৃতা দেয় সরকারের বিরুদ্ধে। আজকে বাংলাদেশে উন্নয়নের ছোয়া লেগেছে এটা তাদের চোখে পড়ে না। শনিবার সন্ধ্যার পর ভোলার সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মৌলভীরহাট ফাজিল মাদরাসা আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া প্রায় দুই শতাধিক মানুষের মাঝে তিনি শুকনো খাবার বিতরণকালে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। এছাড়াও তিনি কাচিয়া, ধনিয়া তুলাতুলি এলাকায় নদী পাড়ের মানুষের খোঁজখবর নেন। শুকনো খাবার বিতরণ করেন। তিনি আরো বলেন, বিএনপি একটা ছোট মনের রাজনৈতিক দল। ওদের মধ্যে মনুষ্যত্ব নেই। আমার মতো লোক আজকে এখানে এসেছি। বিএনপির কেউ আসেনি। তারা রাজনৈতিক বক্তৃতা দেয়, মাঠে নেই । মানুষের কাছে নেই। জনগন বিচ্ছিন্ন। জনগনের আর্তসেবায় মানবতা এটা তাদের মধ্যে নেই। তিনি বিএনপির উদ্দ্যেশ্যে আরো বলেন, তারা টেলিভিশনের সামনে বক্তৃতা দেয়া, ষ্টান্ডবাজি করা। আমরা সেগুলো করি না। আমরা মানুষের পাশে থাকি। যেমন আজকে দুর্যোগের মধ্যে মানুষের পাশে এসেছি। করোনার ২ বছর আমি হাজার হাজার মানুষকে খাবার দিয়ে সাহায্য করেছি। বিএনপির মধ্যে মানবতা বোধ নেই। আমাদের মধ্যে আছে।
Discussion about this post