স্পোর্টস রিপোর্ট: সেভিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ের খেলায় দর্শনীয় হেডে গোল করে জুভেন্টাসকে ইউরোপা লিগের সেমি ফাইনালের প্রথম লেগে সমতায় ফিরিয়েছেন ফেডেরিকো গাটি। বৃহস্পতিবার তুরিনে অনুষ্ঠিত ম্যাচে ১-১ গোলে ড্র করে ক্লাব দুটি। ফলে ফাইনালে উঠতে দ্বিতীয় লেগে জয় দরকার দুদলেরই। প্রথমার্ধে গোল করে রেকর্ড ছয় বারের চ্যাম্পিয়নদের এগিয়ে দেন ইউসেফ এন -নাসেরি। তবে ম্যাচের অন্তিম মুহূর্তে গোলটি পরিশোধ করেন গাটি। ম্যাচের ২৬তম মিনিটে প্রতিআক্রমন থেকে অসাধারণ বুদ্ধিমত্তায় গোল করে সেভিয়াকে এগিয়ে যেতে সহায়তা করেন মরক্কান আন্তর্জাতিক নাসেরি। অবশ্য সমতাসুচক গোল করতে কর্নার থেকে গাটিকে বলের যোগান দেন বদলি হিসেবে খেলা ফরাসি তারকা পল পগবা। যেটি নিয়ে একেবারে পোস্টের সামনে থেকে বল জালে পাঠিয়ে দেন গাটি। খেলা শেষে সেভিয়ার কোচ হোসে লুইস মেন্ডিলিবার বলেন,‘ ভালো খেলার পরও যেভাবে ম্যাচটি আমরা বিকিয়ে দিয়ে এসেছি তা খুবই লজ্জার। প্রতিটি মুহূর্তেই আমরা থামিয়ে রেখেছিলাম জুভদের। এই সময় আমারদের খেলাও চমৎকার ছিল। এখন বিষয়টি নিয়ে আমাদের ভাবতে হবে। শুধু যে শেষ মুহুর্তের ঘটনার জন্য, তা নয়।’ কোয়ার্টারে ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় করে দিয়ে শেষ চারে পৌঁছানো সেভিয়া কখনো টুর্নামেন্টটির সেমি ফাইনাল থেকে বিদায় নেয়নি। ২০১৪ সালে জুভেন্টাস স্টেডিয়ামে ইউরোপা লিগ জয় করা স্প্যানিশ ক্লাবটি গতকাল ম্যাচের প্রথমার্ধে এই ভেন্যুকেই হোম ভেন্যু বানিয়ে রেখেছিল।
Discussion about this post