আন্তর্জাতিক ডেস্ক: অ্যাসেক্সের একটি গির্জার ভেতর ব্রিটিশ এমপি ডেভিড অ্যামেসকে ছুরি মেরে হত্যার ঘটনাটি একটি ‘সন্ত্রাসী ঘটনা’ বলে জানিয়েছে যুক্তরাজ্যের পুলিশ। প্রাথমিক তদন্তে একে ‘সন্ত্রাসী ঘটনা’ মনে হচ্ছে, শনিবার এক বিবৃতিতে তারা এ কথা জানায়। ৬৯ বছর বয়সী অ্যামেস ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ পার্টির এমপি ছিলেন। শুক্রবার পূর্ব লন্ডনের লে-অন-সি’র বেলফেয়ার্স মেথোডিস্ট চার্চে নিজের নির্বাচনী এলাকার ভোটারদের সঙ্গে কথা বলার সময় হামলাকারী তাকে একাধিকবার ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আজ শনিবারের বিবৃতিতে মেট্রপলিটন পুলিশ বলে, ‘ইসলামী চরমপন্থা দ্বারা উদ্দীপ্ত’ হয়ে এই ছুরি হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হামলাকারী সন্দেহে ২৫ বছর বয়সী একজনকে গ্রেফতার করা হয়েছে; কাউন্টার-টেররিজমে বিশেষজ্ঞ কর্মকর্তারা প্রাথমিক তদন্তে নেতৃত্ব দিচ্ছেন।“তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা এখন লন্ডনের দুটি ঠিকানায় তল্লাশি চালাচ্ছেন,” জানিয়েছে পুলিশ। পুলিশের হেফাজতে থাকা সন্দেহভাজন একাই এই হামলা চালিয়েছেন, তার সঙ্গে আর কেউ ছিল না বলেও অনুমান করা হচ্ছে। এর আগে ২০১৬ সালে নিহত হয়েছিলেন লেবার পার্টির এমপি জো কক্স। ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে একটি লাইব্রেরির বাইরে তাকে হত্যা করা হয়েছিল। সেখানকার নির্বাচনী এলাকায় একটি বৈঠক করার কথা ছিল তার।
Discussion about this post