কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার কুয়াকাটায় আবাসিক হোটেল সোনার বাংলা থেকে পর্যটক রিপন বিশ্বাসের (২৯) মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে। রবিবার (২৩ এপ্রিল) দুপুরে হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে রিপনের মৃতদেহ উদ্ধার করা হয়। সকাল ১০টার দিকে রিপনের সঙ্গে থাকা স্ত্রী নুপুর বিশ্বাসের ডাক-চিৎকারে হোটেল কর্তৃপক্ষ এগিয়ে যায় এবং মহিপুর থানা পুলিশকে খবর দেয়। নিহত রিপন যশোরের চৌগাছা এলাকার মাধব চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন গার্মেন্টস কর্মী। জানা গেছে, গত ২১ এপ্রিল শুক্রবার কুয়াকাটায় ঘুরতে এসে স্বামী-স্ত্রী পরিচয়ে রিপন (২৯) ও নুপুর নামের দুজন হোটেল সোনার বাংলার ১০৫ নম্বর কক্ষে অবস্থান নেয়। রবিবার সকালে তার স্ত্রীর ডাক চিৎকারে পুলিশকে খবর দেয়া হয়, পুলিশ এসে লাশ উদ্ধার করে। রাতে ঘুমানোর পরে স্ত্রীর ওড়না দিয়ে জানালার সঙ্গে গলায় ফাঁস দেয় বলে স্ত্রীর দাবি। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক হাচনাইন পারভেজ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই পর্যটকদের মরদেহ পরে থাকতে দেখি এবং তার স্ত্রীও ওই রুমে অবস্থান করছিল। স্ত্রী পরিচয় দেয়া ওই নারীকে আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Discussion about this post