স্পোর্টস রিপোর্ট: লাতিন আমেরিকা অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল স্টেজে নিজেদের শেষ ম্যাচে আজ পরস্পরের বিপক্ষে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা ও ব্রাজিল। ইকুয়েডরের অলিম্পিকা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৩টা ৩০ মিনিটে। গ্রুপপর্বের খেলা শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ফাইনাল স্টেজের খেলা। ইতিমধ্যেই টেবিলের শীর্ষ দল পাওয়া গেছে। আর্জেন্টিনা ও ব্রাজিলসহ আসন্ন অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ নিশ্চিত করেছে ইকুয়েডর ও ভেনেজুয়েলা। তবে শিরোপার লড়াইয়ে খানিকটা পিছিয়ে পড়েছে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা। এখন পর্যন্ত চারটি করে ম্যাচ খেলে ফেলেছে প্রতিটি দল। সবার বাকি আর একটি করে। কিন্তু পয়েন্ট টেবিলের খুব একটা ভালো অবস্থানে আলবিসেলেস্তেরা। ৪ ম্যাচে দুটি জয় ও একটি ড্র নিয়ে টেবিলের তিনে অবস্থান আর্জেন্টিনার। এদিকে সমান ম্যাচে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে অবস্থান করছে স্বাগতিক ইকুয়েডর অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুই অবস্থান ব্রাজিলের।
Discussion about this post