বিনোদন ডেস্ক: ঈদের দিনে শাহরুখ অনুরাগীদের আনন্দ অসম্পূর্ণ থেকে যায় তার দেখা না পাওয়া পর্যন্ত। উৎসবের মৌসুম আরও রঙিন করে তুলতে তারা দল বেঁধে হাজির হন কিং খানের প্রাসাদ মান্নাতের সামনে। এ যেন এক চিরায়িত রীতিতে পরিণত হয়েছে। শাহরুখও তাদের সঙ্গে ঈদের খুশি ভাগ করে নিতে কার্পণ্য করেন না। ঝুল বারান্দায় দাঁড়িয়ে দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতরের দিনেও এর ব্যতিক্রম হয়নি। এদিন যথারীতি তিনি হাজির হয়েছিলেন মান্নাতের বারান্দায়। সঙ্গে করে নিয়ে এসেছিলেন ছোট পুত্র আব্রামকে। এসময় শাহরুখের পরনে ছিল সাদা টি শার্ট ও কালো জিন্স। চোখ দুটো তিনি ঢেকে রেখেছিলেন রোদ চশমায়। গলায় ঝুলছিল মালা। পিতা-পুত্রকে একসঙ্গে দেখে মান্নাতের বাইরে উপস্থিত অগণিত অনুরাগীরা আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন। সকলের প্রতি উড়ন্ত চুম্বন ছুড়ে দেন শাহরুখ। এতে আনন্দে উদ্বেলিত অনুরাগীরা ‘শাহরুখ… শাহরুখ…’ নামে চিৎকার করতে থাকেন। আব্রামও হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন দর্শনার্থীদের সঙ্গে। এদিকে এই অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেছেন শাহরুখ। তিনি লিখেছেন, ‘এই উৎসবের দিনে আপনাদের সবাইকে দেখে খুব ভালো লাগলো! এখন আসুন ভালবাসা ছড়িয়ে দেই… এবং স্রষ্টার আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক… ঈদ মোবারক।’
Discussion about this post