ঢাকা: প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোন ইন্টারনেট সেবা আবারো চালু হয়েছে। কারিগরি ত্রুটির কারণে এই সেবা বন্ধ ছিল বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। শুক্রবার বিকাল ৪টার পর ইন্টারনেটে থ্রিজি ও ফোরজি সেবা চালু হয়। এর আগে ভোর ৫টায় এই সেবা বন্ধ হয়ে যায়। বিকাল চারটার পর অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোবাইল ইন্টারনেট সেবা ফিরে পাওয়া কথা জানান। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে বলা হয়েছে, মোবাইলে ইন্টারনেট সেবা কারিগরি ত্রুটির কারণে বন্ধ ছিল। ফোরজি ও থ্রিজি সেবা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ চলছে। পর্যায়ক্রমে সারাদেশে এই সেবা সচল হবে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে সকালে ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে বিবৃতি দেয় দেশের শীর্ষ মোবাইল ফোন নেটওয়ার্ক গ্রামীণফোন। বিবৃতিতে বলা হয়, ‘অনিবার্য কারণবশত আমাদের ফোরজি ও থ্রিজি সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফোরজি ও থ্রিজি সেবা ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করছি। সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।’
Discussion about this post