স্পোর্টস রিপোর্ট: গেল কোপা আমেরিকা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর কাতার বিশ্বকাপে নিজের আক্ষেপ ঘুঁচিয়েছেন লিওনেল মেসি। এরপর র্যাঙ্কিংয়ে ব্রাজিলকে পেছনে ফেলে উঠে এসেছে এক নম্বরে। লাতিন আমেরিকা অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে পেরুকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল আর্জেন্টিনা। জর্জ ক্যাপওয়েলে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে একক আধিপত্য বিস্তার করে আর্জেন্টিনার যুবারা। পুরো ম্যাচের ৫৯ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখে লিওনেল মেসির দেশের দলটি। আর প্রতিপক্ষের গোলবার বরাবর মোট শট নিতে পেরেছে সাতটি। এতে গোল এসেছে তিনটি। অন্যদিকে পুরো ম্যাচের কেবল ৪১ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল ধরে রাখে পেরু অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। আক্রমণেও আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে ছিল পেরু। প্রতিপক্ষের গোলবার বরাবর মোট শট নিয়েছে পাঁচটি। কিন্তু পায়নি কোনো গোলের দেখা। এ জয়ের মাধ্যমে প্যারাগুয়ে পেছনে ফেলে শীর্ষে উঠেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। ৩ ম্যাচের তিনটিতেই জিতে সর্বোচ্চ ৯ পয়েন্ট অর্জন করেছে আলবিসেলেস্তেরা। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে প্যারাগুয়ে। পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান ভেনেজুয়েলার। এছাড়া চারে বলিভিয়া ও পাঁচে রয়েছে পেরু।
Discussion about this post