স্টাফ রিপোর্টার(রাজশাহী): নবজাতক চুরির অপরাধ প্রমাণিত হওয়ায় এক দম্পতিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন রাজশাহী মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল। এরমধ্যে স্ত্রীর ১০ বছর ও স্বামীর ৫ বছর জেল খাটতে হবে। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাদের। অনাদায়ে আরো ৬ মাসে কারাদণ্ড প্রদান করেন আদালত। বুধবার (৫ এপ্রিল) দুপুরে রাজশাহীর মানবপাচার ট্রাইবুনাল আদালতের বিচারক মো. অয়েজ উদ্দিন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্তরা হলো- মৌসুমী বেগম (২৬) ও তার স্বামী সজীব আহমদ (২৯)। রায়ের পর রাজশাহী মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম জানান, ২০২১ সালের ২০ জানুয়ারি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩২ নম্বর ওয়ার্ডে সিজারিয়ানের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন শ্রী মাসুম রবির স্ত্রী শিল্পী রানী দাস। সন্তান জম্মের পরের দিন রাত দশটার দিকে একই ওয়ার্ড থেকে নবজাতকটি চুরি হয়ে যায়। এই ঘটনার পরের দিন মাসুম বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় মামলা দায়ের কারেন। মামলার একদিন পরে শিশুটিকে রাজশাহী নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের পানির ট্যাংকি এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। এই সময় সজীব ও মৌসুমিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ওই বছরের ২৩ জানুয়ারি মামলা দায়ের করা হয়। এর পর ওই বছরের ৯ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে বুধবার এ রায় ঘোষণা করা হয়। রায়ের পর আসামি পক্ষের আইনজীবী হাসানুল সোহাগ বলেন, এ রায়ে আমরা সন্তষ্ট নয়। আমরা উচ্চ আদালতে যাব।
Discussion about this post