নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের ঝাউসী এলাকায় সিএনজি ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) রংপুর ব্যাটালিয়নের সদস্য সুমন চৌহান ও সিএনজি চালক ওয়াসিম মিয়া। সুমন চৌহানের বাড়ি বারহাট্টা উপজেলা সদরের ডাকবাংলো এলাকায়। আর চালক ওয়াসিম মিয়ার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শিংজানি গ্রামে। এদিকে আহত যাত্রীরা হলেন ময়মনসিংহ সদরের মোফাজ্জল হোসেন ও গৌরীপুরের আল মামুন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে নেত্রকোনা সদরের দিকে যাচ্ছিল। আর কাভার্ড ভ্যানটি যাচ্ছিল নেত্রকোনা সদর থেকে ঢাকার উদ্দেশ্যে। পথে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসী এলাকায় দুটি যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই বিজিবি সদস্য সুমন চৌহান ও চালক ওয়াসিমের মৃত্যু ঘটে। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তাদের অবস্থাও গুরুতর।
Discussion about this post