লালপুর(নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে প্রেমিক বিয়েতে রাজি না হওয়ায় তাম্মী খাতুন (১৮) নামের এক শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা। শুক্রবার রাতে উপজেলার চন্ডিগাছা গ্রামে এই ঘটনা ঘটে। তাম্মী উপজেলার ধনঞ্জয়পাড়া গ্রামের আইজ উদ্দিনের মেয়ে এবং আব্দুলপুর সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। জানা যায়, প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের দাবীতে তাম্মী তার প্রেমিক রবিনের বাড়ীতে অবস্থান নেন। এসময় রবিন সহ রবিনের পরিবারের সদস্যরা তাম্মীকে গলায় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করলে তাম্মীর হাতে থাকা বিষের বোতল থেকে সে বিষ খেয়ে অচেতন হয়ে মাটিতে লুটে পড়ে। রবিনের পরিবারের সদস্যরা তাড়াহুড়া করে তাম্মীর বাড়ীতে রেখে আসে। পরে আহত অবস্থায় তাম্মীর পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাম্মী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে। রবিন চন্ডিগাছা গ্রামের কছিম অরফে কচির ছেলে এবং সে সেনাবাহিনীতে কর্মরত আছেন। এব্যপারে রবিনের মুঠো ফোনে যোগাযোগ করলে সে প্রতিবেদককে বলেন এঘটনা নিয়ে আপনাদের বাড়াবাড়ী করা লাগবে না। এবিষয়ে লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন,এঘটনায় দুই পক্ষের কেউ থানায় কোন প্রকার অভিযোগ করেনি।
Discussion about this post