আন্তর্জাতিক ডেস্ক: ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান তৃতীয় সন্তানের বাবা-মা হয়েছেন। মার্ক জাকারবার্গ ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করে তাঁদের তৃতীয় সন্তানের ভূমিষ্ঠ হওয়ার খবর দিয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টে জাকারবার্গ লিখেছেন, ‘অরেলিয়া চ্যান জাকারবার্গ, তোমাকে পৃথিবীতে স্বাগত! তুমি ছোট্ট এক আশীর্বাদ হয়ে এলে।’ ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, জাকারবার্গ নবজাতক সন্তানের দিকে তাকিয়ে হাসছেন। দ্বিতীয় ছবিতে দেখা গেছে, প্রিসিলা চ্যান নবজাতককে বুকে জড়িয়ে শুয়ে আছেন। ইনস্টাগ্রাম পোস্টটিতে তিন লাখের বেশি লাইক পড়েছে। ইন্টারনেট দুনিয়ার অনেকে এ দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। ২০১২ সালে জাকারবার্গ ও প্রিসিলার বিয়ে হয়। তাঁদের সাত ও পাঁচ বছর বয়সী দুটি কন্যাসন্তান আছে। ২০১৫ সালের ডিসেম্বরে জাকারবার্গের প্রথম সন্তান মাক্সিমা চ্যান জাকারবার্গের জন্ম হয়। ২০১৭ সালের আগস্টে জন্ম হয় দ্বিতীয় সন্তানের। তাঁর নাম রাখা হয় আগস্ট। গত বছরের সেপ্টেম্বরে জাকারবার্গ তাঁর স্ত্রীর আবারও অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘অনেক ভালোবাসা। আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে ম্যাক্স ও অগাস্ট আগামী বছর নতুন একটি বোন পেতে যাচ্ছে।’ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় চ্যানের সঙ্গে জাকারবার্গের পরিচয়। ২০০৩ সালে প্রেমে জড়ান তাঁরা। ২০১২ সালে বিয়ে করেন।
Discussion about this post