কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়া উপজেলার লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মোঃ শাকিল (১৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে । শনিবার সকাল ১০ টার দিকে বালিয়াতলী ইউনিয়নের বলিপাড়া গ্রামে বিয়োগান্তক এ ঘটনা ঘটে। মৃত শাকিল ওই গ্রামের মোশাররফ আকনের ছেলে। জানা গেছে, সকালবেলা বাড়ির বসতঘর থেকে গোয়ালঘরে বিদ্যুতের লাইন টানার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় শাকিল। পরিবারের লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলাপাড়া থানার ওসি মোঃ জসীম বলেন, হাসপাতালে অফিসার পাঠানো হয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
Discussion about this post