মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে আট মামলায় সাজাপ্রাপ্ত ও দশ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রুবেল সিকদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রুবেল মির্জাপুর উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের লতিফ সিকদারের পুত্র। তার বিরুদ্ধে মির্জাপুর থানায় ৮টি মূলতবি সাজাপ্রাপ্ত সিআর মামলা, ১টি জিআর মামলা এবং ১টি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সে দীর্ঘদিন দেশের বিভিন্ন জেলায় পলাতক ছিল। মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ৮টি মূলতবি সাজাপ্রাপ্ত মামলায় রুবেলের ৬৬ মাস জেল হয়েছে। সে দীর্ঘদিন যাবত চেক জালিয়াতির মাধ্যমে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে প্রতারণা করে আসছিল বলে তিনি জানান।
Discussion about this post