বিনোদন ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। বুধবার (২২ মার্চ) বেলা ১১টায় ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। গত মঙ্গলবার (২১ মার্চ) রাত থেকে অসুস্থ বোধ করছিলেন উর্মিলা। সকালে অবস্থা খারাপ হওয়ায় দ্রুত হাসাপাতালে নেয়া হয় তাকে। বর্তমানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী। ডাক্তার জানিয়েছেন, উর্মিলার হার্টে বেশ কিছু জটিলতা রয়েছে। এ মুহূর্তে বেশি কথা বলতে পারছেন না তিনি। অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারেন।
Discussion about this post