স্পোর্টস রিপোর্ট: কনমেবল বিচ সকার কোপা আমেরিকা ২০২৩ এর গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে স্থানীয় সময় বৃহস্পতিবার মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচে আর্জেন্টিনাকে ৮-২ গোলে হারিয়েছে ব্রাজিল। তবে এই দুই দলই সেমিফাইনাল নিশ্চিত করেছে। শনিবার (১৮ মার্চ) প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। পরদিন (১৯ মার্চ) স্বাগতিক আর্জেন্টিনা নামবে কলম্বিয়ার বিপক্ষে। গ্রুপ পর্বে চার ম্যাচের সবকয়টিতে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়ে সেমি নিশ্চিত করে ব্রাজিল। অপরদিকে আর্জেন্টিনার সরাসরি জয় দুটি। এর আগে, নিজেদের তৃতীয় ম্যাচে ইকুয়েডরকে ১৩-০ গোলে হারায় দুইবারের কনমেবল বিচ সকার কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা। ব্রাজিল গ্রুপ পর্বের অপর দুই ম্যাচে পেরুকে ৮-৩ ও উরুগুয়েকে ৬-২ গোলে হারায়।
Discussion about this post