আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারে পুলিশি অভিযান শুক্রবার পর্যন্ত স্থগিত করেছে লাহোর হাইকোর্ট (এলএইচসি)। ডনের খবরের বলা হয়, বৃহস্পতিবার লাহোরের জামান পার্কে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরানের বাসভবনের প্রধান প্রবেশ পথের সামনে শিপিং কন্টেইনার রেখে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। পুলিশকে বাধা দিতে পিটিআই কর্মীরাই এ কাজ করেছে বলে প্রাথমিক দেখায় মনে করা হচ্ছে। পাকিস্তানের একটি ফৌজদারি আদালত ইমরানের বিরুদ্ধে জামিনের অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বর্তমানে তিনি তার লাহোরের বাসভবনে অবস্থান করছেন। তিনি চারবার আদালতের শুনানিতে অনুপস্থিত ছিলেন। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পরই পাঞ্জাব পুলিশ ও পাকিস্তান রেঞ্জার্সদের সহযোগিতা নিয়ে লাহোরের জামান পার্কে ইমরানকে গ্রেপ্তার করতে যায় রাজধানী ইসলামাবাদের পুলিশ। সেখানে মঙ্গলবার থেকে পিটিআই কর্মীরা পুলিশ বাহিনীকে প্রতিরোধ করে রেখেছে। পিটিআই কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি কাঁদুনে গ্যাস ও পেট্রল বোমা নিক্ষেপের মতো ঘটনা ঘটার পর বুধবার পুলিশ বাধ্য হয়ে পিঁছু হটে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। পুলিশ জানিয়েছে, চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য তারা অভিযান স্থগিত রেখেছে। পৃথকভাবে এলএইচসিও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত অভিযান স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল। এরপর এলএইচসি ফের জামান পার্কে পুলিশি অভিযান আরেকদিনের জন্য স্থগিত করল। পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরি জামান পার্কে তার দলের চেয়ারম্যান ও কর্মীদের ওপর ‘নৃশংসতা’ বন্ধে হাইকোর্টে আবেদন জানানোর পর আদালত এ নির্দেশ দেয়।
Discussion about this post