বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে টংকাবতী এলাকায় জঙ্গিবিরোধী বিশেষ অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব। রবিবার রাত সাড়ে ১১টায় থেকে এ অভিযান শুরু হয়। বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কেএনএফ’-এর ছত্রছায়ায় নতুন জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র পাহাড়ে অবস্থানরত জঙ্গিদের গ্রেপ্তারে বান্দরবানের টংকাবতী এলাকায় র্যাবের অভিযান চলছে। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে বান্দরবানের রুমা উপজেলার কাটাপাহাড় এলাকায় সেনাবাহিনীর টহল দলের ওপর জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ধর্মীয় উগ্রবাদে মদদদাতা সশস্ত্র জঙ্গি গ্রুপ কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) অতর্কিত গুলিবর্ষণ করে। এতে তিনজন সেনাসদস্য গুরুতর আহত হন। আহতদের উন্নত চিকিৎসা এবং দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে পাহাড়ে র্যাবের অভিযান শুরু হয়। এদিকে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আহ্বানে সাড়া দিয়ে ঘরছাড়া তালিকাভুক্ত ৫৫ তরুণের মধ্যে এখন পর্যন্ত ৩৩ জনকে শনাক্ত করতে পেরেছে র্যাব। তাদের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি ২১ জন এখনো পলাতক রয়েছেন। যারা জঙ্গি সংগঠনটির প্রশিক্ষণ শিবিরে থাকার প্রমাণ পেয়েছে র্যাব। জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমির আনিছুর রহমান ওরফে মাহমুদ এবং দাওয়াতি শাখার প্রধান আব্দুল্লাহ মাইমুনের সদস্য ও অর্থ সংগ্রহ বিষয়ক উগ্রবাদী বক্তব্য সংবলিত ভিডিও কন্টেন্ট উদ্ধারের পর এসব তথ্য জানায় এলিট ফোর্সটি। গত ২৮ ফেব্রুয়ারি পাহাড়ে প্রশিক্ষণরত আরও চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের মধ্যে গ্রেপ্তার আল আমিন ওরফে মিলদুকের কাছ থেকে নতুন এই ভিডিওটি উদ্ধার করা হয়।
Discussion about this post