আন্তর্জাতিক ডেস্ক: টুইটারের সিইও ইলন মাস্ক আবারও আলোচনায়। শোনা যাচ্ছে, নিজের আলাদা শহর গড়ছেন তিনি। ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন অনুযায়ী, টেক্সাসে ইলন মাস্কের কিছু কোম্পানি হাজার একর জমি কিনছে। সেই জমিতে একটি ছোটখাটো শহর তৈরি হবে বলেই জানা গেছে। আর সেখানে ইলন মাস্কের কোম্পানির কর্মীরা থাকবেন এবং কাজ করবেন। ওই প্রতিবেদন থেকে জানা গেছে, অস্টিনের কাছে অন্তত সাড়ে ৩ হাজার একর জমি কেনা হয়েছে। আর শহর তৈরির কাজ খুব দ্রুতই শুরু হবে। সেই শহরের নাম হতে পারে ‘স্নেইলব্রুক’। ইলন মাস্ক চান বোরিং কোম্পানি, টেসলা ও স্পেসএক্সের কর্মীরা এখানে তৈরি নতুন বাড়িতে আরাম করে থাকবেন। তুলনামূলক কম ভাড়ায় এ শহরের বাড়িগুলো তাদের জন্যই তৈরি করবেন ইলন। সাড়ে তিন হাজার একর জমিতে মোট ১০০টি বাড়ি করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি,খেলার জায়গা, সুইমিং পুলের মতো বিভিন্ন বিলাসবহুল জীবন ধারণের ব্যবস্থাও সেখানে থাকবে।
Discussion about this post