ঢাকা: মেট্রোরেলের আরও ৪ স্টেশন চালু হচ্ছে চলতি মার্চ মাসে। কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর-১১ নম্বর ও উত্তরা দক্ষিণ স্টেশনগুলো যাত্রী চলাচলের জন্যে পুরোপুরি উন্মুক্ত করা হবে। বৃহস্পতিবার (৯ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামী ১৫ মার্চ কাজীপাড়া ও মিরপুর-১১ নম্বরের স্টেশন এবং চলতি মাসের শেষ সপ্তাহে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন যাত্রী চলাচলের জন্যে উন্মুক্ত করা হবে।’ এ দিকে, গতকাল বুধবার পর্যন্ত ৭ লাখ ৯০ হাজার মানুষ মেট্রোরেলের সার্ভিস গ্রহণ করেছেন এবং এই সেবা থেকে কর্তৃপক্ষ এখন পর্যন্ত ৪ কোটি ৭৬ লাখ টাকা আয় করেছে বলেও তিনি জানান।
Discussion about this post