চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরে চিরিরবন্দরে ট্রাকচাকায় পৃষ্ট হয়ে প্রিতী রাণী (২২) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে দিনাজপুর রংপুর মহাসড়কের ভুষিরবন্দর আত্রাই নদী ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রিতী রাণী সদর উপজেলার নতুন ভুষিবন্দর জেলেপাড়ার ছত্রমোহন রায়ের মেয়ে বলে জানা গেছে। তিনি দিনাজপুর সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। স্থানীয়রা জানায়, প্রিতী রাণী ভ্যানে বাড়ি থেকে ভুষিরবন্দর বাজার যাওয়ার উদ্দেশে বের হন। পরে ভ্যানটি আত্রাই নদী ব্রিজের সামনে এসে পৌঁছালে দিনাজপুরগামী একটি মালবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রিতীর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দশমাইল হাইওয়ে থানার ইনচার্জ সাব-ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম।
Discussion about this post