আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামে নিজ ঘরে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার রায়কালী ইউনিয়নের গুডুম্বা পূর্বপাড়া গ্রামের এ ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ হলেন, ওই গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী পান্না বেগম (৩৩) স্থানীয়রা জানান, মঙ্গলবকার রাতে সিরাজুল ইসলাম গ্রামের মসজিদে শবে বরাতের নামাজের পড়তে গিয়েছিলেন। তিনি রাত আনুমানিক ১০টার দিকে বাড়িতে ফিরে ঘরের ভেতর তার স্ত্রীর গলাকাটা লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় গ্রামবাসীরা ছুটে এসে ঘরের ভেতর সিরাজুলের স্ত্রীর জবাই করা লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Discussion about this post