ঢাকা: স্বাস্থ্য পরীক্ষার জন্য সপরিবারে সিঙ্গাপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ১৩ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত তিনি দেশটিতে অবস্থান করবেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর পত্নি লুৎফুল তাহমিনা খান, ছেলে সাফি মোদ্দাসের খান এবং কন্যা সাফিয়া তাসনিম খান সঙ্গে থাকবেন। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ১৩ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত চিকিৎসার জন্য সপরিবারে সিঙ্গাপুরে যাবেন। আসাদুজ্জামান খান কামাল ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। শেরেবাংলা নগর ও রমনার একাংশ নিয়ে গঠিত ঢাকা-১২ আসন। তিনবার এই আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন তিনি। ২০১৪ সালের ২ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তিনি শপথ নেন। পরের বছরের ১৪ জুলাই পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলে আবারও তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।
Discussion about this post