গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে চাকু ও চাপাতিসহ তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে মহানগরীর কাশিমপুর থানাধীন পূর্ব এনায়েতপুর এলাকার ইউসেপ কাশিমপুর টেকনিক্যাল স্কুলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- নাটোরের সিংড়া থানার বেলুয়া গ্রামের আব্দুল রহমানের ছেলে সাগর হোসেন (৩২), সিরাজগঞ্জের চৌহালী থানার রেহাই পুকুরিয়া গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে রিপন মিয়া (১৯) এবং একই এলাকার আকরাম খানের ছেলে হোসেন খান (২০)। জিএমপি’র কাশিমপুর থানার এসআই নাহিদ আল রেজা জানান, সোমবার ভোররাতে মহানগরীর কাশিমপুর থানাধীন পূর্ব এনায়েতপুর এলাকার ইউসেপ কাশিমপুর টেকনিক্যাল স্কুলের সামনে কয়েকজন সশস্ত্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ডাকাতদলের ওই তিনজন সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে স্টীলের তৈরী একটি চাপাতি ও দুইটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়েছে। এ ব্যাপারে কাশিমপুর থানায় মামলা হয়েছে।
Discussion about this post