স্টাফ রিপোর্টার: রাজধানীর সায়েন্স ল্যাব এলাকার একটি তিনতলা ভবনে বিস্ফোরণ পরবর্তী আগুনের ঘটনা ঘটেছে। রবিবার সকাল ১০টা ৫২ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ সাত জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিসের মিডিয়া উইং জানায়, খবর পেয়ে পলাশী, ধানমন্ডি টহল এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট চারটি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়। ১১টা ১৩ মিনিটের দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। সরেজমিনে দেখা গেছে, বিস্ফোরণের ফলে পুরাতন ভবনটির দেয়ালের কিছু অংশ ধসে পড়েছে। জানা গেছে, ঢাকা কলেজের সন্নিকটের ওই ভবনটির তৃতীয়তলায় ফিনিক্স ইনসিওরেন্স নামে একটি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। সেখানে এসি বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Discussion about this post